এবার এক ক্লিকেই টেলিগ্রাম দিয়ে যেকোন লিংক শর্ট করুন সহজেই

আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। 

আপনারা আপনাদের ওয়েব সাইট কিংবা ইউটিউব কিংবা যেকোন সোসাল মাধ্যমের লিংক অনেক যায়গায় আপনাদের কাজের সুবিধার্থে ব্যবহার করে থাকেন। অনেক সময় দেখা যায় আপনার প্রয়োজনীয় লিংটি গুগল অথবা ফেসবুক স্প্যামিং করে রাখে। যার ফলে আপনারা চাইলেও আর আপনার দরকারি সেই লিংকটি কোথাও ব্যবহার করতে পারেন না। যার ফলে আপনাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। এর থেকে রেহাই পেতে আপনার সেই কাঙ্ক্ষিত লিংকটি শর্ট করা প্রয়োজন। 

তো আজ আমি যে ট্রিক্স নিয়ে হাজির হলাম তা হলো কিভাবে আপনারা এক ক্লিকেই টেলিগ্রাম দিয়ে যেকোন লিংক শর্ট করতে পারবেন সহজেই।

লিংক শর্টনার হলো একটি টুল যা ব্যবহার করে আপনি আপনার একটি দীর্ঘ ওয়েবসাইটের লিংক বা URL একদম ছোট করে ফেলতে পারেন। আর এই ছোট লিংক পড়া অনেক সহজ এবং দেখতেও অনেক প্রিমিয়াম লাগে। 

তো চলুন আর কথা না বাড়িয়ে মুল টপিকে চলে যাই...


ধাপ ১

সবার প্রথমে আপনার টেলিগ্রাম এপ্সটি ওপেন করুন। ওপেন করার পর সার্চ বার এ ক্লিক করুন

ধাপ ২

এরপর সার্চ বার এ লিখুন @BitlyBot । এরপর মার্ক করা অপশনে ক্লিক করুন

ধাপ ৩

দেখবেন আপনাকে বট এর ভিতর নিয়ে গেছে। এবার START বাটন এ ক্লিক করুন

ধাপ ৪ 

Menu তে ক্লিক করুন

ধাপ ৫

এরপর Shortens a link এ ক্লিক করুন

ধাপ ৬ 

এরপর আপনি আপনার যে লিংক টি শর্ট করতে চান সেটি কপি করে এনে এখানে পেস্ট করে দিন আর সাবমিট করে দিন। দেখবেন নতুন একটি শর্ট লিংক জেনারেট করে দিয়েছে।

ধাপ ৭ 

এবার চেক করে নিন জেনারেট হওয়া নিউ লিংকটি কাজ করছে কিনা? লিংকটি কপি করুন বা ক্লিক করে যেকোন ব্রাউজার দিয়ে ওপেন করুন। এবার দেখুন লিংকটি রিডাইরেক্ট হয়ে আপনার সেই কাঙ্খিত ওয়েবসাইট এ নিয়ে গেছে। তার মানে লিংক কাজ করতেছে


তো এভাবে আপনারা এক ক্লিকেই টেলিগ্রাম দিয়ে যেকোন লিংক শর্ট করতে পারবেন সহজেই। 

কিন্তু এখানে আপনারা শোর্ট করা লিংক ট্রাক করতে পারবেন না। মানে লিংক এ কয়টি ক্লিক পড়েছে তা দেখতে পারবেন না।

যদি কোথাও বুজতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ

Post a Comment

Previous Post Next Post