[Secret Tips] এক ক্লিকেই যেকোনো গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন সহজেই

খুব সহজে  গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুনঃ


গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন




আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। 
আজ আমি দেখাবো কিভাবে আপনারা সহজেই যেকোনো মিউজিক ভিডিও অথবা অডিওর ভোকাল কিংবা ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিমোভ করবেন।

অনেকেই গুগলে কিংবা ইউটিউবে গিয়ে খোজাখুজি করেন যে কিভাবে গানের ভয়েজ রিমুভ করবেন! কিন্তু কখনো কখনো আপনারা সেই কাংখিত ট্রিক্সটি পান আবার কেউ পান না। আবার দেখা যায় সবাই অনেক ঘুরিয়ে ফিরিয়ে পেচিয়ে টিউটোরিয়াল দেন। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো খুব সহজেই আপনারা যেকোনো গানের ভোকাল এবং মিউজিক রিমুভ করবেন। সেই সাথে ইউজ করতে পারবেন প্রিমিয়াম ফিচার গুলোও। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক...


ধাপ ১ঃ

প্রথমে আমার দেওয়া নিচের লিংক থেকে Moises অ্যাপটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করুন → এখানে

ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন। এরকম আসলে join now তে ক্লিক করবেন। ক্লিক করার পর মিনিমাইজ হয়ে ব্রাউজারে নিয়ে গেলে আবারও মিনিমাইজ করে অ্যাপ এ ঢুকবেন।
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন



ধাপ ২ঃ

next বাটন ক্লিক করুন। যতবার আসবে ততবার next চাপুন
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন



ধাপ ৩ঃ

Get Started এ ক্লিক করুন।
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন




ধাপ ৪ঃ

এরপর এখানে আপনাকে লগিন পেজ এ নিয়ে যাবে। Continue with email এ ক্লিক করুন
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন



ধাপ ৫ঃ

এখানে আপনি যদি পুরাতন ইউজার হন তাহলে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।  নতুন হয়ে থাকলে আপনাকে সাইন আপ করতে হবে। এখানে আপনার জিমেইল এবং আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে Sign Up এ ক্লিক করুন
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন



ধাপ ৬ঃ

Allow Email updates এ ক্লিক করুন।

ধাপ ৭ঃ

এরপর আপনাকে একটি ভেরিভাই ইমেইল পাঠানো হবে। আপনি যেই ইমেইল দিয়ে Sign up করেছিলেম সেই ইমেইল এ ঢুকুন, এরপর ভেরিফাই লিংক এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনার মেইলটি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে।
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন


গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন




ধাপ ৭ঃ

এরপর আবার Moises অ্যাপ এ ঢুকুন। + আইকনে ক্লিক করুন 
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন



ধাপ ৮ঃ

আপনি এখানে তিন ভাবে মিউজিক আপলোড দিতে পারবেন। 
Files app এ ক্লিক করুন। Allow ক্লিক করে দিন
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন


গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন




ধাপ ৯ঃ

এরপর আপনার ফোনে থাকা যেকোনো একটি গান সিলেক্ট করে দিন
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন



ধাপ ১০ঃ

এরপর এখানে আপনার ইচ্ছামতো যেকোনো একটা সিলেক্ট করে দিন এবং নিচের স্ক্রিনশট ফলো করুন এবং Submit এ ক্লিক করুন।



ধাপ ১১ঃ

এবার আপনার সিলেক্ট করা গানটি আপলোড হবে। ১০০% আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন



ধাপ ১২ঃ

আপলোড হয়ে গেলে এরকম processing file দেখাবে। Got it এ ক্লিক করে সম্পুর্ন processing success হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন


গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন



ধাপ ১৩ঃ

এবার দেখুন প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এবার গানটিতে ক্লিক করুন। 
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন



ধাপ ১৪ঃ

next চাপতেই থাকুন এবং done ক্লিক করুন।
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন


গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন



ধাপ ১৫ঃ

আপনি যদি শুধু Vocal রেখে বাকি মিউজিক রিমুভ করতে চান তাহলে উপরের মাইক্রফোন অপশন ঠিক রেখে বাকি গুলো একদম কমিয়ে দিন।
এবার দেখুন ম্যাজিক আপনার গানটি থেকে মিউজিক চলে গেছে এবং শুধু Voice বাজতেছে।
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন





ধাপ ১৬ঃ

এবার আপনি যদি চান শুধু ব্যাকগ্রাউন্ড সাউন্ড বাজবে ভোকাল রিমুভ হবে তাহলে আপনি শুধুমাত্র microphone আইকন টা একদম কমিয়ে দিন। এবার দেখুম ম্যাজিক😍 গান থেকে Voice চলে গেছে শুধু মিউজিক বাজতেছে।
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন



ধাপ ১৭ঃ

এবার আপনি যদি গানটি আপনার ফোনে সেভ করতে চান তাহলে নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন।
গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন


গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন



গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন


গানের ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করুন




তো এই ছিলো আজকের ট্রিক্স। এরপর আবারও একটি নতুন ট্রিক্স নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। 

আল্লাহ হাফেজ.... 

Post a Comment

Previous Post Next Post