আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।
আজকে যেই ট্রিক্সটি নিয়ে আসলাম তা হলো, কিভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এক ক্লিকেই NCS এর মত Spectrum ভিডিও তৈরি করতে পারবেন সহজেই।
অনেকেই এই ছোট্ট ট্রিক্সটার গুগলে কিংবা ইউটিউবে সার্চ করে করে হয়রান হয়েছেন। কিন্তু আপনারা সেই কাংখিত ট্রিক্সটি পান নি। আবার অনেকেও পেয়েও গেছেন এমন বিভিন্ন ওয়েবসাইট, কিন্তু সেখানে আপনি যখনি NCS ভিডিও তৈরি করে Export করবেন তখনি ওয়াটারমার্ক হয়ে ভিডিও ডাউনলোড হয়। আজ আমি দেখাবো আপনি সম্পুর্ন ফ্রীতেই কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়াই হুহহু NCS এর মত Spectrum ভিডিও তৈরি করতে পারবেন। সাথে আপনি 4k ও 60FPS এ ভিডিও টি export করে ইউটিউবে আপলোড করতে পারবেন।
তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক,,,,
ধাপ ১-
প্রথমেই আপনারা নিচে দেওয়া লিংকটি থেকে Avee Music Player টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করুন → এখানে
ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন।
ধাপ ২-
Allow করে দিন নিচের স্ক্রিনশট এর মতো
ধাপ ৩-
Don’t Show this message again এ টিক দিয়ে agree করে দিন। নিচের স্ক্রিনশট ফলো করুন
ধাপ ৪-
Everything এ ক্লিক করুন।
ধাপ ৫-
এখানে আপনার ফোনে সেভ থাকা audio গুলো শো করবে। আপনি যেকোনো একটি audio সিলেক্ট করুন
ধাপ ৬-
থ্রী বার এ ক্লিক করুন
ধাপ ৭-
Visualizer এ ক্লিক করুন
ধাপ ৮-
দেখুন অটোমেটিক NCS এর মতো spectrum শো করতেছে 😍 আপনি চাইলেই এই Spectrum চেঞ্জ করে আরো অনেক গুলো spectrum নিয়ে আসতে পারেন। তার জন্য আপনি নিচের স্ক্রিনশট এর মতো গ্রিড বার এ ক্লিক করুন।
ধাপ ৯-
এখানে আপনি অনেকগুলো Spectrum দেখতে পারবেন। যেকোনো একটি সিলেক্ট করুন। দেখুন Spectrum চেঞ্জ হয়ে গেছে।
ধাপ ১০-
আপনি চাইলে edit করে spectrum এর ইমেজ, টেক্সট, ব্যাকগ্রাউন্ড ফটো চেঞ্জ করে আপনার চ্যানেল এর লোগো দিতে পারেন। তার জন্য নিচের স্ক্রিনশট এর মতো edit আইকন এ ক্লিক করে ইচ্ছা মতো চেঞ্জ করবেন। আমি পোস্ট বড় হওয়ার জন্য দেখাতে পারছি না। তবে আপনারা ট্রাই করে দেখবেন
ধাপ ১১-
এবার আসি কিভাবে সেইভ করবেন আপনার ফোনে। তার জন্য আপনি উপরের ডান দিকের কোণায় ডাউনলোড বারের মতো আইকন আছে ওইটাতে ক্লিক করবেন।
ধাপ ১২-
এবার দেখুন file name, video height-width, fps ইত্যাদি default ভাবে দেখাচ্ছে। আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন।
এখন আসি মুল কথায়। নিচে দেখবেন hide app logo নামের একটি option আছে, তার পাশে টিক মার্ক দিবেন। এরপর আপনাকে একটি এড দেখানো হবে। সম্পুর্ন এড টি দেখে ক্লজ করে দিন।
এরপর Export এ ক্লিক করুন। দেখুন export শুরু হয়ে গেছে। সম্পুর্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ধাপ ১৩-
Export Finished লেখা আসলে Gallery তে গিয়ে চেক করুন।
Boommmm 😍😍
দেখুন কতো সুন্দর আর স্মুথলি একদম NCS এর মতই Spectrum টি work করতেছে।
তো এভাবেই আপনারা NCS এর মত ভিডিও তৈরি করতে পারবেন সহজেই।
আর এই ভিডিও আপনি ইউটিউব এ আপলোড করে ইনকামও করতে পারবেন। তবে তার আগে আপনাকে ইউটিউব থেকে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে হবে এবং আমার দেখানো সেইম প্রসেস ফলো করে export করতে হবে। এরপর ইউটিউবে আপলোড করতে হবে। এতে করে আপনার ভিডিওতে কপিরাইট পলিসি আসবে না।
আপনারা যদি চান তাহলে নেক্সটে ইউটিউব সম্পুর্ন মিউজিক চ্যানেল ক্রিয়েট করা নিয়ে একটি টিউটোরিয়াল আনবো একদম ফুল সেটাপ সহ। যদি চান তাহলে কমেন্ট করুন।
তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রিক্স এ।
আল্লাহ হাফেজ