Kiwi ব্রাউজারে chatGPT extension ব্যবহার করবেন যেভাবে

আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন।
আজ আমি যে ট্রিক্সটি নিয়ে কথা বলবো তা হয়তো আপনারা যানেন বা জানেন না। অনেকেই এই ট্রিক্সটি জানেন না, তাই তাদের জন্য নিয়ে এলাম আজকে ট্রিক্স। আজকের বিষয় কিভাবে আপনারা Kiwi ব্রাউজার দিয়ে ChatGPT extension ব্যবহার করবেন।

Kiwi ব্রাউজারে chatGPT extension ব্যবহার করবেন যেভাবে..




তার আগে Kiwi ব্রাউজার সম্পর্কে জেনে নিই, Kiwi ব্রাউজার হচ্ছে এমন একটি ব্রাউজার যা সাধারণত আপনাদের মোবাইলে থাকা chrome ব্রাউজারটির মতো। কিন্তু মোবাইলের chrome ব্রাউজার এ কম্পিউটারের মত ফিচার আপনারা পাবেন না। এমনকি পাওয়ারফুল কোন ad blocker ফিচার পাবেন না। Kiwi ব্রাউজারে আপনারা কম্পিউটারের মতো আলাদা ভাবে extension ব্যবহারের সুবিধা পাবেন। তার সাথে পাবেন annoying ad blocker ফিচার। যার সাহায্যে আপনি আপনার ব্রাউজিং এক্সপেরিয়েন্স অনেক Advance লেভেলে নিয়ে যাবে।

তো চলুন আর কথা না বাড়িয়ে টিউটোরিয়াল শুরু করা যাক,,,,,

ধাপ ১-
প্রথমেই আপনারা প্লেস্টোর থেকে Kiwi ব্রাউজার install করে ওপেন করুন।
https://play.google.com/store/apps/details?id=com.kiwibrowser.browser




ধাপ ২-
এরপর থ্রি ডট এ ক্লিক করুন


ধাপ ৩-
Extensions এ ক্লিক করুন


ধাপ ৪-
Developer mode অন করুন


ধাপ ৫-
+(from store) এ ক্লিক করুন


ধাপ ৬-
সার্চ বক্সে লিখুন ChatGPT Chrome Extension এবং সার্চ দিন। পাশে থাকা chatgpt chrome extension টি ক্লিক করুন


ধাপ ৭-
add to chrome এ ক্লিক করুন।


ধাপ ৮-
Ok ক্লিক করুন


ধাপ ৯-
থ্রি ডট এ ক্লিক করুন


ধাপ ১০-
একবারে নিচে সুইপ করে chatgpt chrome extension ক্লিক করুন। দেখবেন ডিরেক্টলি ChatGPT ওপেন হয়ে গেছে। এরপর আপনি আপনার id password দিয়ে chatgpt ব্যবহার শুরু করে দিন 😍


তো আজ এ পর্যন্ত। দেখা হবে কোন নেক্সট টিউটোরিয়াল এ ইনশাআল্লাহ। খোদা হাফেজ।

Post a Comment

Previous Post Next Post