আসসালামু আলাইকুম , আজকে আপনারদের জন্য মজার একটি টিপস শেয়ার করতে যাচ্ছি, যা এতক্ষনে আপনি যেনে গেছেন পোষ্ট এর টাইটেল দেখে। ইদানিং ওটিটি প্লাটফর্ম গুলো এতই জন্যপ্রিয় হয়ে গেছে যে আমাদের ডিশ চ্যানেলে টিভি দেখার ইচ্ছেই শেষ হয়ে গেছে। অনেকেই hoichoi app এ হইচই ওয়েবসিরিজ এবং নাটক মুভি দেখার জন্য হইচই অ্যাপ সাবস্ক্রাইব করেন, অনেক টাকা ব্যয় করে তাও আবার 3rd কোনো পার্টির থেকে ক্রয় করে নিতে হয়। যেটি অনেক ব্যয়বহুল এবং রিস্ক তো থাকেই।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ট্রাস্টেট সোর্স থেকে hoichoi সাবস্ক্রাইব করবেন তাও আবার ফ্রিতে।
তো চলুন শুরু করা যাকঃ
আপনি যদি অলরেডি hoichoi app download করে থাকেন তাহলে ফাইন। আমি জানি যারা এই পোষ্ট গুললে সার্চ করে পেয়ে আসছেন তাদের নিশ্চই hoichoi download আছে।
তবুও আর যারা ডাউনলোড করেন নাই তারা প্লে স্টোরে গিয়ে লিখুন Hoichoi এবং সেটি ইনস্টল করে নিন।
তারপর অ্যাপ এর ইন্টেফেস নিচের স্ক্রিনশটের মতো আসবে!
এরপর ডানদিকে নিচে Account এ ক্লিক করুন↓
ক্লিক করার পর নিচের স্ক্রিনশটের মতো আসবে↓
ক্লিক করার পর নিচের স্ক্রিনশটের মতো দেতে পাবেন↓
এখানে একটি কথা বলে নিতে চাই, আপনাকে ফ্রিতে hoichoi ব্যবহার করতে চাইলে, আপনার একটি গ্রামীনফোন অর্থাৎ জিপি সিম থাকতে হবে। ফেকবুক,গুগল, অ্যাপেল বা মেইল এ ক্লিক করার দরকার নাই। সোজা আপনার জিপি নাম্বার দিয়ে send Otp তে ক্লিক করুন তারপর সিমে একটি কোড যাবে কোডটি দিয়ে সাবমিট করে hoichoi register সম্পুর্ন করুন।
hoichoi app এ সাইন আপ হয়ে গেলে এবার আপনার জিপি সিমটা দিয়ে মাই জিপি ইন্সটল করে নিন।আপনার যদি মাইজিপি ইন্সটল থাকে তাহলে তো কথাই নাই সোজা মাইজিপিতে ঢুকে মাই অফারে ক্লিক করে ডান দিকে টেনে Entertainment এ ঢুকুন। ঠিক নিচের মতো ↓
Mygp→ hoichoi→Entertainment
এবার এখান থেকে যেকোনো মেয়াদী একটা hoichoi প্যাকেজ কিনে নিন।
তাহলে কাজ শেষ- আপনি এখন hoichoi এক্সেস করতে পারবেন। মাইজিপি থেকে বের হয়ে এবার হইচই তে যান দেখবেন আপনাকে আর সাবস্ক্রাইব করতে বলতেছেনা। শুরু করুন আপনার পছন্দের সিরিজ গুলো। ধরুন আপনি ৩০ দিনের প্যাকেজ টি নিয়েছেন, এখন মেগাবাইট গুলো ১ দিনে শেষ হয়ে গেলেও আপনার সাধারন মেগাবাইট বা wifi দিয়ে hoichoi দেখা যাবে। শুধু মোবাইলে নয় আপনি চাইলে এখান থেকে টিভি কোড টি নিয়ে আপনার স্মার্ট টিভিতে হইচই দেখতে পারবেন।
বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আশা করি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব।
ধন্যবাদ- আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোন টেক রিলেটেড টিপস ট্রিক্সস নিয়ে।