আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আজ আমি যেই ট্রিক্সটি নিয়ে হাজির হয়েছি তা হলো GoStream app দিয়ে কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজ এ লাইভ করতে পারবেন ড্যাটা কিংবা এমবি খরচ না করেই।
তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ট্রিক্স টি....
ধাপ ১-
প্রথমে আপনারা আমার দেয়া নিচের লিংক থেকে gostream অ্যাপটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিংক 👉 এখানে
ধাপ ২-
এরপর আপনার অ্যাপটি ইন্সটল করে অপেন করুন। ওপেন হয়ে গেলে আপনাদের এরকম একটি sign in পেজ আসবে। আপনারা নিচে দেখতে পারবেন Sign Up Now অপশন আছে। সেইটায় ক্লিক করুন।
ধাপ ৩-
এপর আপনারা email এর যায়গায় ইচ্ছামত email বা temp mail(temporary mail) দিন। এরপর পাসওয়ার্ড ও ইচ্চামতো দিয়ে sign up এ ক্লিক করুন।
ধাপ ৪-
এরপর Automatic Livestream এ ক্লিক করুন।
ধাপ ৫-
From link video তে ক্লিক করুন।
ধাপ ৬-
এরপর আপনাদের Add video এর যায়গায় ইউটিউব কিংবা ফেসবুকের যেকোনো ভিডিও লিংক কপি করে এখানে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর ডানে দেখবেন add বাটন আছে। সেখানে ক্লিক করে দিন।
ধাপ ৭-
এবার দেখুন অটোমেটিক title এড হয়ে গেছে। এরপর নিচের Next বাটনটি প্রেস করে দিন।
ধাপ ৮-
আবারও Next বাটন প্রেস করুন।
ধাপ ৯-
Add Destination এ ক্লিক করুন
ধাপ ১০-
Option এ ক্লিক করুন
ধাপ ১১-
এখানে আপনার একটি অ্যাড্রেসের প্রয়োজন হবে তা হলো RTMP address। আপনারা অনেকেই জানেন যে RTMP address কিভাবে বের করতে হয়। যারা জানেন না তাদের জন্য নিচের স্ক্রিনশট ফলো করুন।
→প্রথমে আপনারা যেকোনো ব্রাউজার ওপেন করুন। ওপেন করে desktop mode টি চালু করে দিন। এরপর লিখুন web.facebook.com। এরপর আপনারা যেই পেইজ এ লাইভ করবেন সেই পেজ এ ঢুকুন। ঢুকে Live Video তে ক্লিক করুন
→select এ ক্লিক করুন
→পোস্ট বক্স এ ক্লিক করুন।
→title এবং description দিয়ে save করে দিন
→Advance setting এ ক্লিক করুন
→server url এবং stream key কপি করুন
ধাপ ১২-
এরপর ব্রাউজারটি মিনিমাইজ করে gostream app এ ঢুকুন। এখানে আপনি যে server url কপি করেছে প্রথমে সেই url টি পেস্ট করে দিন, এরপর তার সাথেই stream key টি পেস্ট করে দিন নিচের স্ক্রিনশট এর মতো। খেয়াল রাখবেন কোথাও যেন space না থাকে। এরপর add stream এ ক্লিক করুন।
ধাপ ১৩-
Next এ ক্লিক করুন
ধাপ ১৪-
Agree তে ক্লিক করুন। এরপর ৩০ সেকেন্ডের অ্যাডস শো করবে। ৩০ সেকেন্ড পর cross বাটন এ ক্লিক করবেন। যদি সরাসরি প্লে-স্টোরে নিয়ে যায় তাহলে মিনিমাইজ করে gostream app এ ঢুকবেন।
ধাপ ১৫-
দেখবেন processing দেখাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন Streaming লেখা শো করতেছে। তারমানে কাজ হয়েছে।
ধাপ ১৬-
এরপর আপনার মিনিমাইজ করা ব্রাউজারে গিয়ে Go Live এ ক্লিক করুন।
কাজ শেষ। এবার চেক করে দেখুন কাজ করতেছে কিনা!
আপনারা এভাবে সরাসরি ক্রিকেট খেলাও লাইভ স্ট্রিমিং করতে পারবেন আনলিমিটেড। তার জন্য আপনাদের এভাবে নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর ধুমছে লাইভ স্ট্রিমিং করুন,,,,,
তো আজ এ পর্যন্ত। দেখা হবে next কোনো ট্রিক্স এ ইনশাআল্লাহ। সবাই ভাল থাকবেন।