কন্টেন্ট রাইটিং কি? কন্টেন্ট রাইটিং করে যেভাবে আয় করবেন

কন্টেন্ট রাইটিং কি? কন্টেন্ট রাইটিং করে যেভাবে আয় করবেন



বর্তমান সময়ের সাথে সাথে বাড়ছে প্রতিযোগিতা, আর দিন দিন বাড়ছে নিত্য নতুন কাজের চাহিদা। আবার সেই সাথে জনপ্রিয়তা বাড়ছে ফ্রিল্যান্সিং এর। এই প্রতিযোগিতাময় সেক্টরে আপনাকে টিকে থাকতে হলে আপনার দক্ষতা বাড়াতে হবে সময়ের সাথে সাথেই। প্রতিনিয়তই বাংলাদেশর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছেই। ২০১২ সালের তথ্য অনুযায়ী পৃথিবীতে মোট জনসংখ্যার প্রায় ৬৬.৭% ইন্টারনেট ব্যবহার করে। আর বাংলাদেশের ক্ষেত্রে এই হার ১৯.৫%। 

    কন্টেন্ট রাইটিং কি?

    অনলাইনে কাজ করার সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য উপয়ায় হলো কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং এর চাহিদা প্রচুর এবং দিন দিন এর সংখ্যা বাড়ছেই। ঘরে বসে বসেই আপনি এই দক্ষতা অর্জন করতে পারবেন এবং সেই সাথে আয়ও করতে পারবেন।

    ইন্টারনেটের অদুর অগ্রগতির ফলে বর্তমান এই যুগে বিভিন্ন কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান-গুলো তাদের প্রডাক্ট বা সার্ভিস-গুলোর প্রচার প্রচারনার জন্যই কন্টেন্ট মার্কেটিং করে থাকে। আর এর মাধ্যমেই সেই প্রডাক্টের বা বিজনেসের উপর আর্টিকেল লেখার প্রয়োজন হয়। এই আর্টিকেল-গুলোই মুলত প্রচার করা হয় ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে অথবা সোস্যাল মিডিয়ার মাধ্যমে। 

    বিভিন্ন টিভি চ্যানেলও বর্তমানে তাদের প্রতিদিনের খবরের পাশাপাশি অন্যান্য লেখা পাবলিশ করে। আর এই লেখাগুলোই মুলত তারা ফ্রিল্যান্স রাইটারদের কাছ থেকে কালেক্ট করে থাকে।

    এছাড়াও  আপনি যদি মনে করেন আপনি কারো অধীনে না থেকে বরং নিজে থেকেই পারসোনাল ব্লগ সাইট তৈরি করে সেখানে নিজের লেখা আর্টিকেল বা কন্টেন্ট প্রকাশ করেও ইনকাম করতে পারবেন।

    কন্টেন্ট রাইটিং কিভাবে শেখা যায়?

    কন্টেন্ট রাইটিং এর অর্থই হলো কোনো কিছু নিয়ে লেখা। অর্থাত আপনি যদি আপনার নিজের সম্পর্কে কিছু লিখেন তাহলে সেটাও একটা কন্টেন্ট রাইটিং। তবে সেই লেখার ভিতর থাকতে হবে বিস্তারিত বিষয় এবং সেটি হতে হবে তথ্যবহুল। আপনি যেকোনো বিষয় নিয়েই লিখতে পারেন। যেমন- সেটি হতে পারে স্বাস্থ্য বিষয়ক কিংবা হতে পারে শিক্ষা কিংবা ফ্রিল্যান্সিং বিষয়ক। সর্বপ্রথমই কন্টেন্ট রাইটিং শেখার জন্য আপনাকে সবার প্রথমে কন্টেন্টের ধরণ নির্বাচন করতে হবে।

    কন্টেন্ট রাইটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে প্রচুর পড়ালেখা করতে হবে। প্রচুর শব্দ সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রচুর গবেষণা করতে হবে। বিভিন্ন লেখকের বই পড়তে হবে এবং লেখালেখির চর্চা করতে হবে।

    কাজ শেখার জন্য সবচেয়ে সেরা অনলাইন লার্নিং প্লাটফর্ম হলো (Skillshare & Coursera)। এখানে আপনি কোর্স করে সার্টিফিকেট অর্জন 
    করতে পারবেন এবং মার্কেটপ্লেসে শো করাতে পারবেন। 

    এছাড়াও আপনি গুগল করে অথবা ইউটিউব ভিডিও দেখে দেখেও কন্টেন্ট রাইটিং শিখতে পারবেন।


    কন্টেন্ট রাইটিং কত প্রকার? 

    বিভিন্ন রকমের কন্টেন্ট রাইটিং রয়েছে এবং এর ক্ষেত্রটিও বিশাল। 
    যেমন -

    • স্ক্রিপ্ট রাইটিং কন্টেন্ট 
    • কপিরাইটিং কন্টেন্ট 
    • ব্লোগ পোস্ট রাইটিং
    • ভিডিও স্ক্রিপ্ট 
    • ল্যান্ডিং পেজ
    • ওয়েব কন্টেন্ট 
    • ই-বুক রাইটিং
    • ইমেইল নিউজলেটার 
    • ইমেইল রাইটিং
    • লং ফর্ম কন্টেন্ট 
    • শর্ট টার্ম কন্টেন্ট 
    • এডস এন্ড প্রমোশন রাইটিং
    • টেকনিক্যাল রাইটিং
    • ইউটিউব ভিডিও ডিস্ক্রিপশন ইত্যাদি 

    এগুলোর গঠন এবং ধরন কিন্তু বিভিন্ন রকম বিধায় এগুলোর প্রত্যেকটি আপনাকে যত্নসহকারে একটি একটি করে শিখতে হবে। সেই সাথে এগুলো কাজে লাগাতেও হবে। 
    আপনি চাইলে একদিনেই কিন্তু এগুলো শিখতে পারবেন না। আপনাকে ধীরে ধীরে একটু সময় নিয়ে প্রাক্টিস করতে করতেই এগুলো আয়ত্ত করতে হবে।

    কন্টেন্ট রাইটিং জব

    কন্টেন্ট রাইটিং শিখতে পারলে আপনি দেশের বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন। এই যেমন- 
    • নিউজপেপার 
    • টিভি চ্যানেল 
    • টেন মিনিট স্কুল 
    • প্রথম আলো 
    • বিভিন্ন প্রোডাক্ট এর কোম্পানি ইত্যাদি। 

     ইউটিউব চ্যানেল খুলে আয় করুন


    এছাড়াও কন্টেন্ট রাইটিং শিখতে পারলে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে কাজ করতে পারবেন। যেমন- 
    • ফাইভার (Fiverr)
    • আপওয়ার্ক (Upwork)
    • ফ্রিল্যান্সার (Freelancer)
    • পিপল পার আওয়ার (People Per Hour) ইত্যাদি। 

    বিভিন্ন পত্রপত্রিকা অথবা অনলাই পোর্টালগুলোতে কন্টেন্ট রাইটার পদে যোগ দিতে পারেন অথবা সাব-এডিটর পদে যোগ দিতে পারেন। 
    সবচেয়ে ভালো ক্ষেত্র চীপ এডিটর হিসেবে জয়েন করতে পারেন।

    এড এজেন্সিতে কাজ করলে ৪-৫ বছর পর মার্কেটিং ম্যানেজার বা সিনিয়র কপিরাইটার পদে উন্নীত হতে পারেন। 

    কন্টেন্ট ফ্রিল্যান্সিং অথবা বিক্রি করেও আয় করতে পারেন। 
    এতে যদি আপনার পোর্টফোলিও ভালো হয় তবে ভালো কোন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আসতেও পারে। 

    Post a Comment

    Previous Post Next Post