আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।
ইউটিউব শর্টস কি?
আপনারা মোটামুটি সবাই জানেন যে ইউটিউব এ টিকটকের মতো অর্থাৎ শর্টস ভিডিওর মাধ্যমে হিউজ পরিমান ডলার আর্ন করা সম্ভব। হুবহু টিকটকের মতো ১৫ সেকেন্ড , ৩০ সেকেন্ড এমনকি ৬০ সেকেন্ডের মতো ইউটিউবেও শর্টস আপলোড করার মাধ্যমে আপনি হিউজ পরিমান ভিউ জেনারেট করতে পারবেন। সেই সাথে অল্প সময়ের মধ্যেই ভাইরাল করতে পারবেন আপনার কন্টেন্ট টি।
ইউটিউব শর্টস থেকে কিভাবে ইনকাম করবেন?
ইউটিউব থেকে আপনি চাইলে দুই ভাবে ইনকাম করতে পারবেন।
একটি হলো Youtube Fund এবং অপরটি Video Monetization।
আপনারা এই দুইভাবে সহজেই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন।
Youtube Found এর মাধ্যমেঃ
ইউটিউবে যারা শর্টস ক্রিয়েটর আছেন তাদের জন্য ইউটিউব $১০০ মিলিয়ন USD ফান্ড অর্গানাইজ করেছে। আর এই টাকা সমস্ত ক্রিয়েটর অর্থাৎ শর্টস ক্রিয়েটরদের মাঝে বণ্টন করা হবে। আপনি যদি ইউটিউব শর্টস ক্রিয়েটর হন তাহলে আপনিও অতি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যেতে পারেন এবং এই টাকা ইনকাম করতে পারবেন।
Video Monetize এর মাধ্যমেঃ
আপনি video monetize এর মাধ্যমে অর্থাৎ এডস শো করেও ইউটিউব শর্টস থেকে ইনকাম করতে পারবেন। তার আগে আপনার সেই চ্যানেলটি মনিটাইজ থাকতে হবে।
আপনি চাইলেই ইউটিউবের এই শর্টস ফিচারটি মাধ্যমে হিউজ পরিমান টাকা ইনকাম করতে পারবেন। তাও আবার কপি পেস্ট করেই। কি বিশ্বাস হচ্ছে না!
আপনাকে শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে ভিডিও আপলোড করতে হবে, আর কিছু না।
তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মুল টপিকে...
ইউটিউব শর্টস থেকে ইনকামের বিস্তারিত ১৩ টি ধাপঃ
ধাপ ১-
প্রথমে নিচের দেওয়া লিংকটি থেকে Douyin অ্যাপটি ডাউনলোড করে নিন।
লিংক ডাউনলোড করুন → এখানে
অ্যাপ ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন। এরপর নিচের দেখানো স্ক্রিনশট এর মতো আইকনটিতে ক্লিক করে দিন। এখানে আপনার কোনো অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই। অ্যাকাউন্ট ব্যাতীত আপনি সুন্দরভাবে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
ধাপ ২-
এরপর scroll করে আপনার পছন্দ মতো ভিডিও চয়েজ করুন এবং পাশে থাকা শেয়ার আইকনে ক্লিক করুন
ধাপ ৩-
এরপর copy আইকনে ক্লিক করুন
ধাপ ৪-
এরপর আপনার ফোনে থাকা ক্রম ব্রাউজারটি ওপেন করুন। ওপেন করার পর godownloader.com লিখে সার্চ দিন।
ধাপ ৫-
যে লিংকটি টিকটক থেকে কপি করেছিলেন সেই লিংকটি এখানে পেস্ট করে দিন এবং Download Now তে ক্লিক করুন।
ধাপ ৬-
Video No Watermark HD★ তে ক্লিক করে ভিডিও টি ডাউনলোড করুন।
ভিডিও ডাউনলোড হবার পর এখন আপনি আপনার ফোনের ইউটিউব অ্যাপটি ওপেন করুন। এরপর আপনি যে চ্যানেল এ ভিডিও আপলোড করতে চান সেই চ্যানেল টি সিলেক্ট করুন। এরপর নিচের ধাপগুলি অনুসরণ করুন...
ধাপ ৭-
+ আইকনে ক্লিক করুন।
ধাপ ৮-
Create Short এ ক্লিক করুন
ধাপ ৯-
Gallery আইকন এ ক্লিক করুন।
ধাপ ১০-
টিক আইকনে ক্লিক করুন
ধাপ ১১-
আপনি চাইলে নিচের অপশন গুলো থেকে কিছুটা মডিফাইড করে নিতে পারেন। আর যদি ডিরেক্ট ভিডিও আপলোড করতে চান তাহলে Next চাপুন।
ধাপ ১২-
পোস্টের title দিন। চেষ্টা করবেন ভাইরান ট্যাগ গুলো দেয়ার। তাহলে সহজেই আপনার ভিডিও র্যাংক করবে।
এরপর Upload Short এ ক্লিক করুন।
ধাপ ১৩-
দেখুন ভিডিও টি আপলোড হয়ে গেছে। আর কোনো ধরনের কপিরাইট নেই।
এভাবেই আপনারা চাইলেই ভিডিও টি আপলোড করতে পারবেন।
ভিডিও টি কি কপিরাইট ফ্রী?
হ্যাঁ, এই ভিডিও টি সম্পুর্ন কপিরাইট ফ্রী। কেন কপিরাইট ফ্রী সেটা আমি এক্সপ্লেইন করছি।
প্রথমত যে অ্যাপটি দিয়েছি সেটা একটি চাইনিজ টিকটক অ্যাপ। চাইনিজ রা সাধারণত এই অ্যাপটিও শুধুমাত্র তাদের দেশের মধ্যেই ব্যবহার করে। অর্থাৎ এই অ্যাপ টি শুধুমাত্র চীন দেশেই সীমাবদ্ধ। আর এই অ্যাপটি প্লেস্টোর বা অ্যাপল স্টোরে পাবেন না।
দ্বিতীয়তো চীনে গুগলসহ ইউটিউব পুরোপুরি ব্যাান। চাইনিজরা তাদের নিজস্ব প্ল্যাটফর্ম ইউকো(Youku) ব্যবহার করে। তাই চাইনিজদের ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে youtube কখনো কোন পলিসি ইস্যু দিতে পারবে না। তাই দেরি না করে এখনই ইউটিউবে সটস আপলোড করা শুরু করে দিন।
তো আজ এর পর্যন্ত দেখা হবে কোন নেক্সট টিউটোরিয়ালে।
আল্লাহ হাফেজ