আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা যেকোনো ওয়েবসাইট এর যেকোনো লাইভ টিভি লিংক বের করবেন সহজেই। হোক সেটা ক্রিকেট লাইভ লিংক, কিংবা ফুটবল লাইভ লিংক।
আপনারা অনেকেই ল্যাপটপ অথবা পিসি ব্যবহার করেন, আবার অনেকেই ল্যাপটপ কিংবা পিসি নেই। ল্যাপটপ বা পিসি দিয়ে যেকোনো টিভি ওয়েবসাইটের M3u8 লিংক বের করা যায় গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে। পিসির ক্রম ব্রাউজারের inspect নামের একটা অপশন আছে। যার সাহায্য যেকোনো ওয়েবসাইটের structure দেখা যায়, আর তার সাথে m3u8 লিংকও বের করা যায়। কিন্তু যাদের ল্যাপটপ কিংবা পিসি নেই তাদের দুরভোগের শেষ নেই। তাই আজ আমি মোবাইল ব্যবহারকারীদের সুবিধার জন্য নিয়ে এলাম দারুণ একটা ট্রিক্স। কিভাবে আপনারা m3u8 লিংক বের করবেন? তাও আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ফ্রি তেই।
তো চলুন দেরি না করে শুরু করা যাক...
ধাপ ১-
প্রথমে আপনারা নিচের লিংক থেকে 1dm+ অ্যাপ্স টি ডাউনলোড করে নিন
লিংক → এখানে
ধাপ ২-
ডাউনলোড হয়ে গেলে অ্যাপ্সটি ওপেন করুন। তারপর আর্থ আইকন এ ক্লিক করুন
ধাপ ৩-
Search বার এ Toffee লিখে সার্চ দিন। আপনার যেকোনো লাইভ টিভির ওয়েবসাইট লিখে সার্চ দিতে পারেন। সেটা একান্ত আপনাদের ব্যপার। আমি সুবিধার জন্য toffee লিখে সার্চ দিলাম
ধাপ ৪-
Live Tv তে ক্লিক করুন
ধাপ ৫-
বর্তমান বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা toffee তে সরাসরি লাইভ দেখানো হচ্ছে। তবে সেই খেলা গুলো আপনাকে purchase করে দেখতে হবে। আপনদের যদি purchase করা থাকে তাহলে আপনারা আপনাদের অ্যাকাউন্ট লগিন করে লাইভ ম্যাচের m3u8 লিংক বের করতে পারবেন।আমার যেহেতু purchase করা নেই তাই আমি ফ্রি একটা চ্যানেল ক্লিক করে দেখাচ্ছি। আপনারাও সেইমভাবে কাজ করবেন। আমি National Geographic চ্যানেলটি ক্লিক করলাম।
ধাপ ৬-
দেখুন চ্যানেলটি চালু হয়ে গেছে। উপরের ডান সাইডে দেখবেন ডাউনলোড বার আইকন আছে। সেখানে ১,২ বা ৩ যত থাক না কেনো ক্লিক করুন
ধাপ ৭-
টিক দিয়ে ok চাপুন
ধাপ ৮-
দেখুন রিসলিউশন সহ লিংক শো করতেছে। যেকোনো একটাতে ক্লিক করুন।
ধাপ ৯-
দেখুন M3u8 লিংকটি বার হয়ে গেছে 😍
এভাবে আপনারা যেকোনো ওয়েবসাইট থেকে M3u8 লিংক বের করতে পারবেন সহযেই।
এই লিংকটি কপি করে ডিরেক্ট আপনার ফ্রেন্ডদের শেয়ার করতে পারবেন।
আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্ট Mx Player দিয়ে টিভি দেখতে পারবেন। কিভাবে দেখবেন?
নিচের স্ক্রিনশট ফলো করুন,,,,
এই আইকন এ ক্লিক করুন,
→ নিচে দেখবেন আপনার ফোনে ইন্সটল থাকা মেডিয়া প্লেয়ার গুলো শো করতেছে। এখান থেকে Mx Player ক্লিক
Boommm 🔥🔥
দেখুন কত সুন্দর কতে টিভি চ্যানেল টি চলতেছে 😍 কোন বাফারিং ছাড়াই
তো এই ছিলো আজকের ট্রিক্স। এই ট্রিক্সটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন।
যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন।
আর next কোন টপিকের উপর ট্রিক্স নিয়ে আসবো জানাতে ভুলবেন না।
ধন্যবাদ