আসসালামু আলাইকুম বন্দুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি যেই ট্রিক্স নিয়ে আলোচনা করবো তা হলো, আপনারা কিভাবে ইউটিউবের প্রিমিয়াম ফিচার এক্টিভ করবেন তাও আবার সম্পুর্ন ফ্রি তে🔥🔥। একেবারে লাইফ টাইম এর জন্য। কোনো প্রকার টাকা লাগবে না।
আমরা অনেকেই গুগল প্লে-স্টোরের ইউটিউব এপ্স ব্যবহার করে থাকি। আমরা যখন ইউটিউব ভিডিও দেখি তখন ভিডিওর মাঝে বিরক্তিকর এডস আসে। অনেক সময় ভালো জিনিস দেখার সময় বিরক্তিকর এডস আসে ৫ সেকেন্ড কিংবা ১০ সেকেন্ডের জন্য। তখন আমরা চাইলেও কোনো কোনো এডস গুলোতে স্কিপ করতে পারি না। তখন আমাদের বিরম্বনায় পড়তে হয়।
আজ এমনই এক ট্রিক্স শেয়ার করবো যার দ্বারা আপনারা লাইফ টাইম ইউটিউবের প্রিমিয়াম ফিচার গুলোর অ্যাক্সেস নিতে পারবেন কোনো প্রকার টাকা ছাড়াই। তো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক........
ধাপ ১-
প্রথমেই আপনারা আমার দেওয়া লিংক থেকে microG এবং YouTube Vanced অ্যাপ ২টি ডাউনলোড করে নিন।
ধাপ ২-
এরপর ডাউনলোড হয়ে গেলে প্রথমে microG টি ইন্সটল করে নিন। Install হয়ে গেলে done ক্লিক করুন
এরপর YouTube Vanced Apk টি Install দিন। Install হয়ে গেলে done ক্লিক করে বেড়িয়ে আসুন।
ধাপ ৩-
এরপর এপটিতে প্রবেশ করুন।
প্রবেশ করার পর দেখবেন Sponsor Block নামের একটি ইন্টারফেস আসবে। সেটা Enable করে দিন।
এরপর আবারও Return Youtube Dislike নামের একটি ইন্টারফেইস আসবে, সেটাও Enable করে দিন।
এরপর Close এ ক্লিক করুন।
ধাপ ৪-
এরপর মার্ক করা আইকনটিতে ক্লিক করুন
ধাপ ৫-
এরপর sign in এ ক্লিক করুন।
ধাপ ৬-
Add account এ ক্লিক করুন।
ধাপ ৭-
এরপর Sign in এ ক্লিক করুন
ধাপ ৮-
এরপর আপনার E-mail দিয়ে Next বাটন ক্লিক করুন।
এরপর আপনার ইমেইল এর পাসওয়ার্ড দিয়ে Next এ ক্লিক করুন।
Boommmmm 🔥🔥🔥
আপনি এখন ইউটিউব এর যাবতীয় প্রিমিয়াম ফিচার গুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।
এইবার আসি কি কি থাকছে এই প্রিমিয়াম ফিচারটিতে----
1. Vanced blocks ads from YouTube and uses SponsorBlock to skip in-video sponsor segments
2. The picture-in-picture mode allows watching videos in a floating window
3. Background play allows playing video sounds in the background
4. Forced HDR mode
5. Forced VP9 codec
6. Override max resolution
7. Swipe control for brightness and volume
8. Google login like the original YouTube app using MicroG
9. Dislike counter re-added using the Return YouTube Dislike database
তো আজ এ পযন্ত। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে।
এই ট্রিক্স নিয়ে কারো কোনো মতামত থাকলে কমেন্ট করতে ভুলবেন না।