ফেইসবুকে আপনার ছবি কেউ কপি করলে সেটা লিগ্যাল ওয়েতে ডিলেট করবেন কিভাবে?

 আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি যেই ট্রিক্স নিয়ে আলোচনা করবো তা হলো, ফেইসবুক আপনার অনুমতি ছাড়া কেউ যদি আপনার ছবি তার টাইমলাইনে আপলোড করে তাহলে সেটা কিভাবে রিমুভ করাবেন। 

ফেইসবুকে আপনার ছবি কেউ কপি করলে সেটা লিগ্যাল ওয়েতে ডিলেট করবেন কিভাবে?


এই ট্রিক্সটা কমবেশি সবারই জানা। তবুও যারা জানেন না তাদের জন্য এই ট্রিক্স। এই ট্রিক্সটা কাজে লাগবে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের ছবি ব্যবহার করে অনেকেই ফেইক আইডি খুলে থাকে। তারা চাইলে সহজেই লিগ্যাল ভাবে সেই ফেইক আইডি থেকে ছবি রিমুভ করতে পারবে। 

তো চলুন আর দেড়ি না করে টিউটোরিয়াল শুরু করা যাক।

১ম ধাপ- 

প্রথমে আপনার কাজ হবে যেই ব্যক্তি আপনার ছবি পোস্ট করেছে সেই আইডির পোস্টের লিংকটি কপি করবেন।

ফেইসবুকে আপনার ছবি কেউ কপি করলে সেটা লিগ্যাল ওয়েতে ডিলেট করবেন কিভাবে?

ধাপ ২- 

এরপর আপনি আপনার ফোনে থাকা ব্রাউজারে প্রবেশ করবেন। আর অবশ্যই মনে রাখবেন ব্রাউজারটিতে আগে থেকে আপনার ফেইসবুক আইডিটা লগ-ইন থাকা লাগবে। 

ধাপ ৩- 

এরপর এই লিংকে ঢুকুন > অথবা কপি করে ব্রাউজারে পেস্ট করে ঢুকুন> https://m.facebook.com/help/contact/143363852478561

এরপর my privacy সিলেক্ট করে  দিন। 

ফেইসবুকে আপনার ছবি কেউ কপি করলে সেটা লিগ্যাল ওয়েতে ডিলেট করবেন কিভাবে?

ধাপ ৪- 

আপনি যেই ফটো রিমুভ করতে চাচ্ছেন সেটার লিংক পেস্ট করে দিন 

এরপর আপনার ফেইসবুক নাম এবং ই-মেইল বসিয়ে দিয়ে সেন্ড এ ক্লিক করে দিন। 

ফেইসবুকে আপনার ছবি কেউ কপি করলে সেটা লিগ্যাল ওয়েতে ডিলেট করবেন কিভাবে?

 ধাপ৫- 

এরপর ইমেজ এ যেভাবে কোড দেওয়া আছে সেভাবে কোড বসিয়ে দিন। এপর সাবমিট বাটনে ক্লিক করে দিন।

ফেইসবুকে আপনার ছবি কেউ কপি করলে সেটা লিগ্যাল ওয়েতে ডিলেট করবেন কিভাবে?


----------------কাজ শেষ-----------------


আমাদের আপিল আবেদনের কাজ কিন্তু শেষ। এখন ফেইসবুক টিম এটা রিভিউ করবে। তারপর মিনিমাম ১২ তেখে ২৪ ঘন্টার মধ্যে কিংবা মাক্সিমাম ৭২ ঘন্টার মধ্যে ফেইসবুক থেকে ওই ছবিটা ডিলেট হয়ে যাবে। 


তো আজ এ পর্যন্ত। এরপর আরো ট্রিক্স নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। 

আর কোথাও কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। 


Post a Comment

Previous Post Next Post